রফতা‌নিকারকদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার সময় বাড়লো

রফতা‌নিকারকদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার সময় বাড়লো
করোনাভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের দেওয়া নীতি সহায়তার সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে। এই নীতি সহায়তা আগামী ৩০ জুন পর্যন্ত পাবেন রফতানিকারকরা।

রোববার (১৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আ‌গে চল‌তি বছ‌রের ৩১ মার্চ পর্যন্ত রফতা‌নিকারক‌দের নীতি সহায়তা দেওয়ার কথা ছিল। ত‌বে বিশ্ব প্র‌তি‌যোগিতায় রফতা‌নি বা‌ণিজ্যের সক্ষমতা বাড়া‌তে তিন মাস সময় বা‌ড়া‌নো হ‌য়ে‌ছে। নীতি সহায়তার অংশ হিসেবে রফতানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে।

এছাড়া প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়া‌নোর সুযোগ থাকছে। রফতা‌নি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে মর্মে সার্কুলারে বলা হয়েছে।

নীতি সহায়তা বাড়া‌নো প্রস‌ঙ্গে রফতা‌নিকারকরা বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া ব্যবস্থা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি দেবে। আলোচ্য ৩ মাসের সহায়তায় রফতানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ করা হয়।

নীতি সহায়তা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, চলমান পরিস্থিতিতে রফতানিকারকদের স্বস্তি দেওয়ার জন্য কতিপয় নীতি সহায়তার সময়সীমা বাড়া‌নো হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ