আসছে মোশাররফ করিম-শামীম জামানের ‘প্রিয়জন’

আসছে মোশাররফ করিম-শামীম জামানের ‘প্রিয়জন’
মোশাররফ করিম ও শামীম জামান, টিভি নাটকে এ দুজনের রসায়ন বরাবরই তৃপ্ত করে দর্শকদের। সেই ধারাবাহিকতায় এবার তারা আসছেন নতুন প্রজেক্ট নিয়ে।

সোমবার (১৫ মার্চ) থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তাদের নতুন ধারাবাহিক ‘প্রিয়জন’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আর নির্মাণ করেছেন শামীম জামান। এতে পরিচালক নিজেও অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।

মামুন অর রশিদের রচনায় এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আ. খ. ম. হাসান, সালহা খানম নাদিয়া, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্প এক কথায় চমৎকার। একই বাড়িতে, পাড়ায় কিংবা মহল্লায় আমরা যারা একসঙ্গে পাশাপাশি বসবাস করি, তাদের আনন্দ-বেদনার কাব্যই হচ্ছে এই ধারাবাহিকের প্লট। নাটকটি দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’

নির্মাতা শামীম জামান বলেন, ‘এর আগেও মোশাররফ করিমকে নিয়ে অনেক ধারাবাহিক নির্মাণ করেছি। সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছে। গল্পের ভিন্নতার কারণে এবারও আমরা আশাবাদী।’

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ জানালো, ‘প্রিয়জন’ প্রচার হবে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার