আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারিতে সারাদেশে স্বাভাবিকভাবে গড়ে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা ছিল। সেখানে হয়েছে মাত্র দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত। এ মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৯৯ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা ও পূবালী লঘুচাপের প্রভাব না থাকায় সকল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ৩১ মিলিমিটার, ময়মনসিংহে ২২, চট্টগ্রামে ২৪, সিলেটে ৩৪, রাজশাহীতে ১৮ এবং রংপুর বিভাগে ১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ছিল। অথচ ছয় বিভাগেই ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত ছিল শূন্য।
আর খুলনা বিভাগে ৩৩ মিলিমিটার হওয়ার কথা থাকলেও হয়েছে ১ দশমিক ২ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ২৭ মিলিমিটার হওয়ার কথা থাকলেও হয়েছে দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত।
এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শীতের সময় বৃষ্টি খুব সামান্য হয়। এবার দেখা যায় শীতে বৃষ্টি হয়নি, কিছু জায়গায় অল্প হয়েছে। গড় বৃষ্টির তুলনায় শীতের বৃষ্টি খুব সামান্য। শীতের সময় বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের প্রভাবে। এবার পশ্চিমা লঘুচাপটা দুর্বল ছিল। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী লঘুচাপের সংযোগ হয়নি। এ কারণে বৃষ্টিটা হয়নি।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টি যেখানে যা হওয়ার কথা সেখানে ৯৯ শতাংশ হয়নি, এটা অস্বাভাবিক। ফেব্রুয়ারিতে ৯৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে, এটা অস্বাভাবিক ঘটনা।’
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানানো হয়, ফেব্রুয়ারিতে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।
মার্চ মাসেও দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মার্চে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) সামান্য বেশি থাকার সম্ভাবনা আছে।