ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যান ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ মার্চ ) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষ ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোস্তফা কামাল (৪০)। তিনি ঢাকার ডেমরা থানার বামৈল গ্রামের মৃত ইমান উদ্দিন মাতব্বরের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক রাজশাহী থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালক মোস্তফা যান। অপরজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত স্থান থেকে কাভার্ডভ্যান ও মাল বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট