বাখরাবাদে গণবদলি!

বাখরাবাদে গণবদলি!
ফেনী এরিয়া কার্যালয়ে এক ব্যবস্থাপকসহ ৮ জনকে বদলি করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বদলির কারণ উল্লেখ না করলেও অনিয়ম-দুর্নীতির কারণে এ আদেশ জারি হয়েছে বলে মনে করছেন গ্রাহকরা।

বদলিকৃতরা হলেন, ব্যবস্থাপক (রাজস্ব) আবুল বসর ভূঞা, সহকারী প্রকৌশলী নুর করিম, সহকারী ব্যবস্থাপক (কারিগরী) শাহাদাত হোসেন ও সৈয়দ আমান, বিক্রয় সহকারী জামাল উদ্দিন, টেকনেশিয়ান নুরুল আলম, রেকর্ডকিপার কামরুল হাসেম মজুমদার ও পরিচ্ছন্নকর্মী গগন লাল।

বাখরাবাদের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) বিমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ৮ জনকে প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় বদলি করা হয়।

এর আগে গিয়াস উদ্দিন নামে এক টেকনেশিয়ানের দুর্নীতির প্রমাণ মেলায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে ফেনী বাখরাবাদ থেকে বদলি হওয়া কর্মকর্তারা এ বদলিকে ডিপার্টমেন্টের নিয়মিত কার্যক্রম বলেই দাবি করছেন। কোনো অনিয়মের কারণে এ বদলি হয়নি বলে মনে করেন তারা।

এর আগে বেশকিছু দিন ফেনী বাখরাবাদ অফিসের নানা অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট