বিপ্রপার্টি ক্রিকেট ব্যাশ ২০২১ ছিল টি টেন টুর্নামেন্ট। যেখানে প্রতিটি ইনিংসে ছিল দশ ওভার। উক্ত টুর্নামেন্টে দুইটি গ্রুপে ছয়টি করে টিম ছিল। ২৮ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ পিয়ারাবাগ খেলার মাঠ ও আশিয়ান সিটিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। চার ছক্কায় মুখরিত এই খেলাটি দর্শক মাতিয়েছিল পুরোটাই।
রোববার (১৪ মার্চ) মাদানী অ্যাভিনিউতে ইউআইইউ এর খেলার মাঠে একই দিনে পর পর অনুষ্ঠিত হয়েছিল সেমিফাইনাল এবং ফাইনাল। অপস অ্যানিহিলেটার্সকে ৬ ইউকেটে হারিয়ে বিপ্রপার্টি ক্রিকেট ব্যাশ ২০২১ এর শিরোপা জয় করে চ্যাম্পিয়ন হয়েছিল ফিউরিয়াস ইলেভেন।
নর্থ ওয়ারিয়ার্সের মো. রকিবুল ইসলাম যিনি ১৬২ রান করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। আর ৭টি উইকেট নিয়ে সেরা বোলারের শিরোপা জেতেন ফিউরিয়াস ইলেভেনের মো. সবুজ মিয়া এবং বিপ্রপার্টি ক্রিকেট ব্যাশ ২০২১ এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের শিরোপা জিতেন মো. ইয়াসিন।