সূত্র মতে, ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
জাতির পিতার জন্মদিন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বন্ধের পর ১৮ মার্চ দেশের অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও চালু হবে।