অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের সঙ্গে আর্থিক চুক্তিতে ফেসবুক

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের সঙ্গে আর্থিক চুক্তিতে ফেসবুক
নিজস্ব প্লাটফর্মে সংবাদ কন্টেন্ট প্রচারের জন্য রুপার্ট মারডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশন অস্ট্রেলিয়াকে টাকা দিতে রাজি হয়েছে ফেসবুক। সংবাদ প্রচারের জন্য ফেসবুক-গুগলের মতো টেক জায়ান্টগুলোকে টাকা দিতে হবে; বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া এই বিতর্কিত আইন পাস করার সপ্তাহখানেকের মধ্যেই দেশটির ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে পৌঁছাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংবাদ কন্টেন্ট প্রচার এবং শেয়ারের জন্য রুপার্ট মারডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ফেসবুক। তবে অস্ট্রেলীয় এই সংবাদমাধ্যমটিকে চুক্তি অনুযায়ী ফেসবুক কতো টাকা দিবে; তা জানায়নি প্রতিষ্ঠানটি। এর আগে গত মাসে গুগলের সঙ্গেও চুক্তি করে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, নিউজ করপোরেশনের করা দেশের সকল সংবাদ প্রচারের জন্যই টাকা দেবে ফেসবুক। তাই টাকার অংকে বেশ উল্লেখযোগ্য পরিমাণ অর্থই হয়েতো ফেসবুককে পরিশোধ করতে হবে।

বিবিসি জানিয়েছে, দ্য অস্ট্রেলিয়া, দ্য ডেইলি টেলিগ্রাফ এবং দ্য হেরাল্ড সানসহ অস্ট্রেলিয়ায় প্রকাশিত সংবাদপত্রের মোট সংখ্যার ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া। এছাড়া ‘নিউজ.কম.এইউ’ ওয়েবসাইটের মালিকও রুপার্ট মারডকের এই প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে ফক্স নিউজের আদলে তৈরি রক্ষণশীল টিভি নেটওয়ার্ক স্কাই নিউজ অস্ট্রেলিয়াও রয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায়।

সূত্র: বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা