বইটি প্রসঙ্গে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে।
প্রবন্ধগুলো হলো: বাংলাদেশ উইন্স ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গীপাড়া অ্যান্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ, দ্য মার্ডার অব শেখ মুজিব অ্যান্ড দি অ্যাটাক অন আওয়ার ইয়াং নেশন, দ্য হাউস অন ধানমন্ডি থার্টিটু এবং এ পিলগ্রিমেজ অব দ্য নেশন।
বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। সব্যসাচী মিস্ত্রীর প্রচ্ছদে বইটির মূল্য ২৫০ টাকা।
বইয়ের উৎসর্গপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন—মাই ফাদার, শেখ মুজিবুর রহমান অ্যান্ড মাই মাদার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু)।
আগামী প্রকাশনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ১৪টি বই প্রকাশ করেছে। সেগুলো হলো—‘শেখ মুজিব আমার পিতা’, ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘সাদাকালো’, ‘ওরা টোকাই কেন’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ ও ‘ডেমোক্রেসি পভার্টি এলিমিনেশন অ্যান্ড পিস’।