বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে বেসরকারি খাতের এবি ব্যাংক।

মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের পদ্মা হলে কেককেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী ) আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এতে, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন'র (সোয়াক ) ছেলেমেয়েদের উপস্থাপনায় একটি চিত্রাঙ্কন প্রদর্শনী হয়। খ্যাতিমান চিত্রাঙ্কন শিল্পী মিসেস কনক চাঁপা চাকমা বিচারক হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এতে সােয়াকের চেয়ারম্যান সুবর্ণা চাকমা, এবি ব্যাংক বাের্ডের পরিচালক, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারিক আফজাল বলেন, দেশের বেসরকারি ব্যাংকের মধ্যে এবি ব্যাংক সর্বপ্রথম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে যাব এটাই আমাদের প্রত্যয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন