যুক্তরাষ্ট্রে দুই সহকর্মীকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে দুই সহকর্মীকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটের গুদাম ঘরেদুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন আরেক সহকর্মী। পরে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে এক পর্যায়ে আত্মহত্যা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। টরেন্টো স্টারের খবরে বলা হয়, হত্যাকারী রাত সাড়ে দশটার দিকে রাউন্ডি ডিস্ট্রিবিউশন সেন্টারের দুই কর্মকর্তাকে কারখানায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য ফোন করেন। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন মিথ্যা কথা বলে তাদের ডাকা হয়েছে।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়। উইসকনসিন অঙ্গরাজ্যের গভর্নর টনি রিভার্স এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন দুই ব্যক্তিকেই গুলি করে হত্যা করা হয়েছে।

হতাহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনজনেরই বয়স ৪০ এর কোটায় এবং ২০ বছরের বেশি সময় ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ফলে তারা ছিলেন দীর্ঘদিনের সহকর্মী। তাদের মধ্যে কোনো ধরনের শত্রুতা ছিল কিনা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারেননি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না