শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আসছে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আসছে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড
ব্যাবসায় বিস্তারের অংশ হিসেবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নিয়ে আসছে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড, শান্তা ফিক্সড ইনকাম ফান্ড। এই ফান্ডটির ট্রাস্ট ডিড স্বাক্ষর করেছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিজিআইসি কার্যালয়ে ট্রাস্ট ডিড সংক্রান্ত এই চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি। ট্রাস্ট ডিডে বিজিআইসির পক্ষ থেকে সই করেন বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ এমরান হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে বে-মেয়াদি এ ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা এবং এর মধ্যে স্পন্সর প্রদান করবে ১ কোটি টাকা। তবে বে-মেয়াদি ফান্ড হওয়াতে ফান্ডের আকার পরবর্তীতে বৃদ্ধির সুযোগ থাকবে। বিনিয়োগ নীতিমালা অনুযায়ী এই ফান্ড সরকারি বন্ডে বিনিয়োগ করবে ৪০-৬০ শতাংশ এবং নিবন্ধিত সিকিউরিটিজে বিনিয়োগ করবে সর্বোচ্চ ৫০ শতাংশ। এছাড়াও এই ফান্ড টি অনিবন্ধিত সিকিউরিটিজ এ সর্বোচ্চ ২০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এই অনিবন্ধিত সিকিউরিটিজ গুলো অবশ্যই নিবন্ধিত ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত হতে হবে।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ এমরান হাসান বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ ডাইভারসিফিকেশন এর চাহিদার কথা মাথায় রেখে আমরা শান্তা ফিক্সড ইনকাম ফান্ড এর যাত্রা শুরু করতে যাচ্ছি। এই ফান্ড টি মুলত ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এ বিনিয়োগ করে থাকবে। এই ফান্ড আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের মুনাফা অর্জন বৃদ্ধি ও বিনিয়গ ঝুঁকি কমানোর সুযোগ করে দেবে।

ফান্ডের স্পন্সর ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

এছাড়া আইন অনুযায়ী কোম্পানিটি ট্রাস্ট ডিড জমা দেবে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি)। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর পরই নতুন এই ফান্ডটির যাত্রা শুরু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ