প্রাইমপে’র সাহায্যে ভ্যাট ও শুল্ক পরিশোধের সুবিধা চালু

প্রাইমপে’র সাহায্যে ভ্যাট ও শুল্ক পরিশোধের সুবিধা চালু
করপোরেট গ্রাহকদের জন্য সর্বাধুনিক ওমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’ এর মাধ‌্যমে ভ্যাট এবং আবগারি ও আমদানি শুল্ক পরিশোধের সুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক।

করপোরেট গ্রাহকরা ব্যাংকে না গিয়েও যেকোনো সময় যেকোনো জায়গা থেকে প্রাইমপে’র মাধ্যমে ভ্যাট এবং আবগারি ও আমদানি শুল্ক দিতে পারবেন। সব ধরনের করপোরেট পেমেন্ট এবং সরকারি পেমেন্ট এখন কয়েকটি ক্লিকের সাহায্যেই দেওয়া যাবে ডিজিটালি, তাৎক্ষণিকভাবে ও নিরাপদে। ২৪ ঘণ্টা এই অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা এসএমএস ও ই-মেলের মাধ্যমে বিল গ্রহণের প্রাপ্তি স্বীকার পেয়ে যাবেন।

প্রাইমপে‘র মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে সব ধরনের লোকাল পেমেন্টের নির্দেশনা দিতে পারবেন। প্রাইমপে’র সাহায্যে প্রাইম ব্যাংকের এক অ‌্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর, অনলাইনে তৃতীয় ব্যাংকেএ আরটিজিএস, বিইএফটিএনের মাধ্যমে অর্থ স্থানান্তর, করপোরেট চেক ও পে-অর্ডার ইস্যু, ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় রিয়েল-টাইম পেমেন্ট, সব ধরনের করপোরেট এমআইএস এবং স্টেটমেন্ট পাওয়ার সুবিধাসহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে।

প্রাইমপে-তে টু ফ্যাক্টর অথেন্টিকেশন-সমৃদ্ধ শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা আছে। এতে দৃঢ় ও সমৃদ্ধ এমআইএস ইঞ্জিন আছে, যা ব্যাংকের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সব ধরনের প্রতিবেদন দেবে। এর ফলে গ্রাহকরা ব্যবসার গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত তথ্য পাবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন