যেখানে চলতি বছরের বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
শনিবার (২০ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হয় মিটিং। সেখানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। পদ্মা ব্যাংক পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি হিসেবে সভায় যুক্ত হন।
এসময় মহামারিতে সাধারণ জনগণকে ব্যাংকিং সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের ধন্যবাদ জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু।
তিনি বলেন, কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরেই মহামারিতেও খোলা রাখা গেছে পদ্মা ব্যাংকের সবকটি শাখা। পদ্মা ব্যাংকের আজকের এই সফলতা তার কর্মীদের নিরলস পরিশ্রমের ফসল এবং বিজ্ঞ ও নেতৃত্বগুণ সম্পন্ন একটি পরিচালনা পর্ষদের কারণে সম্ভব হয়েছে।
টাউন হল সভায় উপস্থিত ছিলেন-পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, সিএফও মো. শরিফুল ইসলাম, এসইভিপি ল’ অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, রিটেল ব্যাংকিং অ্যান্ড এসএমই বিজনেস হেড খন্দকার জীবানুর রহমান, ব্রাঞ্চেস হেড সাব্বির মোহাম্মদ সায়েম। এছাড়া বিভিন্ন বিভাগের উর্ধ্বতনরাসহ ৫৮ শাখার সকল কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন।