‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর ছাড়পত্র স্থগিত!

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর ছাড়পত্র স্থগিত!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এর সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে সেন্সর বোর্ড। ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পাবে বলে প্রচারণা চালানো হচ্ছিলো।

এর আগে গত ১৪ মার্চ ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কাছে সেন্সর ছাড়পত্র পৌঁছে। ছাড়পত্র পাওয়ার কয়েকদিনের মাথায় ছাড়পত্র স্থগিতাদেশ দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

ছাড়পত্র স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন। তবে ঠিক কী কারণে ছাড়পত্র স্থগিত করা হয়েছে সে বিষয়ে তেমন কিছুই জানায়নি সেন্সরবোর্ড।

ছাড়পত্র স্থগিতের কারণ জানতে চাইলে ছবিটির প্রযোজক সেলিম খানও পরিষ্কার করে জানাতে পারেননি। তিনি বলেন, ‘বিষয়টি সেন্সরবোর্ড জানে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনিই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।

এতে জাতির পিতার চরিত্রে দেখা যাবে প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খানকে। তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি।

ছবিটির অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার