ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২১ মার্চ) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এর আগে শনিবার (২০ মার্চ) ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছিলেন। পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ইমরান খানের প্রবাসী পাকিস্তানি-বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারির টুইটের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়। টুইটে সৈয়দ জুলফি বুখারি লেখেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের দুজনকেই দ্রুত সুস্থতা দান করুন।’

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। টুইটে তিনি জানিয়েছিলেন, ‘ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’

তার আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নেন ইমরান খান। তিনি চীনে তৈরি সিনোফার্মার টিকা নেন। টিকা নেয়ার পর প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার পর বিষয়টি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না