আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
গত শুক্রবার সৌদি রাজধানী রিয়াদে একটি তেল শোধনাগারে হুতির ড্রোন হামলার পর পাল্টা হামলা চালাতেই এই অভিযানগুলো শুরু করেছে সৌদি জোট।
হামলার পর সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিক থেকে ধেয়ে আসা বিস্ম্ফোরক বোঝাই একটি ড্রোন আটকের পর সেটি ধ্বংস করা হয়েছে।
সানার বাসিন্দারা বলেছেন, রোববার সানার দক্ষিণে হুতির সামরিক শিবিরের আবাসিক এলাকা এবং শহরের উত্তরাঞ্চলে তাদের একটি উৎপাদন স্থাপনায় জোটের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনেও বোমাবর্ষণের কথা স্বীকার করা হয়েছে। সৌদি আরবে সম্প্রতি হামলার পরিমাণ বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি জোট।