হুতিদের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা

হুতিদের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা
স্বাধীনতাকামী হুতি অধ্যুষিত ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। গত রোববার ভোরের দিকে হুতিদের রাজধানীতে এই হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

গত শুক্রবার সৌদি রাজধানী রিয়াদে একটি তেল শোধনাগারে হুতির ড্রোন হামলার পর পাল্টা হামলা চালাতেই এই অভিযানগুলো শুরু করেছে সৌদি জোট।

হামলার পর সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিক থেকে ধেয়ে আসা বিস্ম্ফোরক বোঝাই একটি ড্রোন আটকের পর সেটি ধ্বংস করা হয়েছে।

সানার বাসিন্দারা বলেছেন, রোববার সানার দক্ষিণে হুতির সামরিক শিবিরের আবাসিক এলাকা এবং শহরের উত্তরাঞ্চলে তাদের একটি উৎপাদন স্থাপনায় জোটের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনেও বোমাবর্ষণের কথা স্বীকার করা হয়েছে। সৌদি আরবে সম্প্রতি হামলার পরিমাণ বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি জোট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না