হুতিদের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা

হুতিদের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা
স্বাধীনতাকামী হুতি অধ্যুষিত ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। গত রোববার ভোরের দিকে হুতিদের রাজধানীতে এই হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

গত শুক্রবার সৌদি রাজধানী রিয়াদে একটি তেল শোধনাগারে হুতির ড্রোন হামলার পর পাল্টা হামলা চালাতেই এই অভিযানগুলো শুরু করেছে সৌদি জোট।

হামলার পর সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিক থেকে ধেয়ে আসা বিস্ম্ফোরক বোঝাই একটি ড্রোন আটকের পর সেটি ধ্বংস করা হয়েছে।

সানার বাসিন্দারা বলেছেন, রোববার সানার দক্ষিণে হুতির সামরিক শিবিরের আবাসিক এলাকা এবং শহরের উত্তরাঞ্চলে তাদের একটি উৎপাদন স্থাপনায় জোটের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনেও বোমাবর্ষণের কথা স্বীকার করা হয়েছে। সৌদি আরবে সম্প্রতি হামলার পরিমাণ বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি জোট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া