কঙ্গোর বিরোধীদলীয় নেতার মৃত্যু

কঙ্গোর বিরোধীদলীয় নেতার মৃত্যু
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরোধীদলীয় নেতা গাই ব্রিস পারফেইত কোলেলাস মারা গেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন এই নেতা। নির্বাচনের একদিন পর রোববার তার মৃত্যুর খবর এলো।

নির্বাচনের শুরুতেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কোলেলাস। সোমবার তার নির্বাচনী প্রচারণা পরিচালক ক্রিশ্চিয়ান সির রোদ্রিগো মায়ান্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, চিকিৎসার জন্য তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই পরিচালক আরও জানিয়েছেন, চিকিৎসার জন্য তাকে বহনকারী বিমানেই তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার তার পরিবারের এক সদস্য এপিকে জানান, কোলেলাস রাজধানী ব্রাজেভিলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই তাকে ফ্রান্সে নেয়ার পথে বিমানেই তার মৃত্যু হয়।

অসুস্থতার কারণে শুক্রবার শেষবারের প্রচারণায় থাকতে পারেননি কোলেলাস। তিনি বেশ কয়েকজনকে জানিয়েছিলেন যে, তার হয়তো ম্যালেরিয়া হয়েছে।

ক্ষমতাসীন দলের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হতো কোলেলাসকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া