করোনা প্রতিরোধ ও চিকিৎসায় বিজিএমইএর কর্মসূচী

করোনা প্রতিরোধ ও চিকিৎসায় বিজিএমইএর কর্মসূচী
করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পোশাকখাত সংশ্লিষ্টদের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বিজিএমইএর হটলাইন নম্বর ০১৭৩০ ৪৪২২১১। একইসঙ্গে ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রেখেছে সংগঠনটি।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, তৈরি পোশাক খাতের কর্মীসহ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে বিজিএমইএর পক্ষ থেকে হটলাইন চালু করা হয়েছে। এছাড়া ঢাকায় চারটি অঞ্চলভিত্তিক পর্যবেক্ষক দল গঠন এবং ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়া করোনাভাইরাসের বিষয়ে সরকারের পক্ষ থেকে তৈরি করা সতর্কবার্তাগুলো বিজিএমইএ লিফলেট আকারে প্রচার করছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ