কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতির সুযোগ নেওয়া হচ্ছে না সাদমানের।
সোমবার (২২ মার্চ) সাদমান বলেন, ‘আমি এই মুহূর্তে হোটেলে আইসোলেশনে আছি এবং তৃতীয় করোনা রিপোর্টের অপেক্ষা করছি। যদি নেগেটিভ রিপোর্ট আসে তবে আমি খেলতে সক্ষম হবো। ’
এই বাঁহাতি ওপেনার কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এবার ঢাকা মেট্রোর হয়ে এনসিএল দিয়ে নিজের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার দিকে দৃষ্টি রেখেছিলেন তিনি।
২১ এপ্রিল থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য স্কোয়াডের সম্ভাব্য হিসেবে বিবেচিত ক্রিকেটারদের এনসিএলে খেলা বাধ্যতামূলক করেছে বিসিবি।
দেশে গত বছর করোনাভাইরাস মহামারির কারণে গত বছর এনসিএল আয়োজনে ব্যর্থ হয় বোর্ড। তবে পরে সফলভাবে দু’টি ঘরোয়া টুর্নামেন্ট—বিসিবি প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। বোর্ড সিদ্ধান্ত নেয়, এই প্রতিযোগিতার এবারের সংস্করণ ২২ মার্চ থেকে শুরু করার।