সম্প্রতি রাজবাড়ীতে এর শুটিং শুরু হয়েছে।
শিশু পাচারের গল্পে ‘আনন্দী’ রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে এটি যৌথ পরিচালনা করছেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।
তমা মির্জা বললেন, ‘খুবই ভালো একটি গল্প। আমাদের দেশে ওয়েব ফিল্মে এমন বিষয়টি এখনও আসেনি। কাজটির মাধ্যমে যদি বিন্দুমাত্র সচেতনতা তৈরি করতে পারি, তবে নিজেকে সার্থক বলে মনে করবো।’
টানা কয়েকদিন ছবিটির দৃশ্যধারণ চলবে। এছাড়া বাইরের কাজ গুছিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ শুরু করবেন বলে জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা।
তমা আরও বলেন, ‘নতুন ছবিটির শুটিং দ্রুত শেষ হবে। এরপর আরও কিছু কাজ হাতে আছে। সেগুলো হলে আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রজেক্টগুলো শুরু করবো।’
‘মির্জা ক্রিয়েশনস’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন এ নায়িকা। এখান থেকে নাটক, টেলিছবি ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হবে। তমা প্রযোজিত প্রথম প্রোডাকশন নির্মাণ করছেন নন্দিত নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ।
অন্যদিকে, ‘আনন্দী’র কেন্দ্রীয় চরিত্রে আছেন তমা। ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।