8194460 আজও উত্থানে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন - OrthosSongbad Archive

আজও উত্থানে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

আজও উত্থানে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন
করোনা আতঙ্কে বিশ্বব্যাপী পুঁজিবাজারেও এসেছে আতঙ্কের সুনামী। এশিয়ার বাজারেও হানা দিয়েছে করোনা। গত সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বিশ্বব্যাপী 'ব্ল্যাক সানডে'র ঝড় বয়ে যায় বাংলাদেশের পুঁজিবাজারেও। একদিনে ২৭৯ পয়েন্ট সূচকের পতন হয় ডিএসইতে। আতঙ্কের পতন কাটিয়ে গত দুইদিনে আবারও সূচকের উত্থানে একদিনে হারানো বাজার মূলধন ফেরত পেয়েছে বিনিয়োগকারীরা। এতে আতঙ্কে কাটিয়ে আস্থায় ফিরছে পুঁজি হারানো বিনিয়োগকারীরা।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। বেড়েছে বাজার মূলধনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা। এর আগের লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকা।

অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ১ হাজার টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি