8194460 সুয়েজে খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা - OrthosSongbad Archive

সুয়েজে খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সুয়েজে খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, তারা এই নৌপথ দিয়ে ‘চলাচল সাময়িক সময়ের জন্য’ বন্ধ করে দিয়েছে। মালবাহী জাহাজ এমভি এভার গিভেন আবারও পানিতে না ভাসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।

সুয়েজ খাল কর্তৃপক্ষের মুখপাত্র জর্জ সাফওয়াত বলেছেন, মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে যে উত্তর দিক থেকে পোর্ট সৈয়দ হয়ে ১৩টি জাহাজ যাওয়ার কথা ছিল। কিন্তু এভার গিভেন পানিতে না ভাসা পর্যন্ত জাহাজগুলো ট্রানজিট এলাকায় নোঙর করে রেখেছে।

আটকে থাকা এই জাহাজটিকে পানিতে ভাসাতে আটটি বড় জাহাজ মোতায়েন করেছে মিশরের কর্তৃপক্ষ। কিন্তু এখনও আশার আলো দেখতে পায়নি তারা।

বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং রুটে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আড়াআড়ি আটকে যায় এভার গিভেন। এরপর এই রুট দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে অন্যতম ১৫০ জাহাজ আটকা পড়েছে বলে জানা গেছে।

পানামায় রেজিস্ট্রিকৃত জাহাজটি চীন থেকে নেদারল্যান্ডের বন্দর শহর রোটেরডামে যাচ্ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেটি আটকা পড়ে। এই মালবাহী জাহাজটি ৪০০ মিটার দীর্ঘ, ৫৯ মিটার প্রস্থ এবং ২০ ফুট সমানের ২০ হাজার পর্যন্ত শিপিং কন্টেইনার বহনে সক্ষম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না