বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ থেকে ৩০ মার্চ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরি ধারাবাহিকতায় হলো সিডিবিএলের এই আলোচনা সভা।
২৫ মার্চ বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেইন।
ভার্চুয়াল সভায় সূচনা বক্তব্য ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিডিবিএলের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও শুভ্রকান্তি চৌধুরী।
অনুষ্ঠানে সিডিবিএলের কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন চীফ অ্যাকাউনটেন্ট সহিদুল ইসলাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষে বক্তব্য রাখেন চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষে চেয়ারম্যান ইউনুসুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিডিবিএলের ডিরেক্টর সৈয়দ মনজুর ইলাহী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী প্রমুখ।
সভায় সমাপনী বক্তব্য রাখেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির।