অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দুই স্থাপনায় উড়লো বাংলাদেশের পতাকা

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দুই স্থাপনায় উড়লো বাংলাদেশের পতাকা
অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় বাংলাদেশের জাতীয় পতাকা উড়েছে। চমকপ্রদ এ আয়োজনে বেজায় খুশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। দিনব্যাপী জাতীয় পতাকার দৃশ্য ধারণ করতে ভিড় করেছেন অনেক বাংলাদেশি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির ইতিহাস ও ঐতিহ্য সরকারিভাবে কতটা সমাদৃত যেন তারই পরিচয় বহন করে এ পতাকা উড্ডয়ন। গৌরবময় এ কাজের নেপথ্যে কাজ করেছেন মেলবোর্ন ও ব্রিসবেনের প্রবাসী বাংলাদেশিরা।

মেলবোর্ন শহরের গুরুত্বপূর্ণ স্থান ফেডারেল স্কয়ারে শোভা পায় চারটি বাংলাদেশি পতাকা। দিনব্যাপী এ পতাকা ওড়ানোর অফিসিয়াল অনুমোদন দেয় ফেডারেল কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ মার্চ) এ দৃশ্য মন ভরিয়ে দেয় মেলবোর্ন বাংলাদেশিদের। অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সমর্থন নিয়ে এ আয়োজনে মূল ভূমিকা পালন করে মেলবোর্ন-বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন। প্রায় ৮ বছর ধরে এ কাজটি করে আসছেন তারা।

সংগঠনটির সভাপতি মোল্লা হক জানান, আমি দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে পতাকা ওড়ানো নিশ্চিত করে আসছে আমাদের সংগঠনটি। অস্ট্রেলিয়ার বুকে দেশীয় পতাকা ওড়ানোর আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আগামীতে আমারা আরও বেশী পতাকা ওড়ানোর প্রয়াস রাখব।

অন্যদিকে লাইট আপ বিসব্রেনের সফলতার পর শহরটির বিখ্যাত টাউন হলে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকার সফল উড্ডয়ন ঘটান বাংলাদেশি কমিউনিটি ইন ব্রিসবেন (ব্যাব)। ব্রিসবেন থেকে নিপু খান জানান, প্রথমবারের মতো আমরা বাংলাদেশের পতাকা উড্ডয়নের অনুমতি পেয়েছি। নতুন প্রজন্মকে বাংলার প্রতি আগ্রহী করে তুলেতে ব্যাবের নেতারা অক্লান্ত শ্রম দিয়েছেন। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা