শনিবার (২৭ মার্চ) সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ২০২১-২০২৩ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল পদে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।
১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির বিবিধ দায়িত্ব ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ ও ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন।
দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি প্রতিষ্ঠিত হয়।