কোনো পূর্বঘোষণা ছাড়াই ফেসবুক গতকাল প্রেস টিভিকে জানিয়েছে, তারা স্থায়ীভাবে এই টিভির পেজ বন্ধ করে দিয়েছে। এর কারণ হিসেবে বরাবরের মতো ফেসবুকের ‘নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।
সামাজিক এই যোগাযোগের মাধ্যমটি নিজেকে ‘বাক স্বাধীনতা’ চর্চার উপযুক্ত স্থান বলে দাবি করা সত্ত্বেও এ পর্যন্ত কয়েকবার প্রেস টিভির অফিসিয়াল পেজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
প্রেস টিভির ফলোয়ার সংখ্যা ৪০ লাখের বেশি। গত জানুয়ারি মাসের মাঝামাঝি এই মিডিয়ার অফিসিয়াল পেজ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল ফেসবুক।
পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদন করার পর তারা আবার এটি খুলে দেয়। কিন্তু এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না।
২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষ ইরান ও রাশিয়ার শত শত একাউন্ট বন্ধ করে দেয়। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি দাবি করে, ভুল তথ্য প্রচারের দায়ে এসব একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তখন থেকে কয়েকবার প্রেস টিভির ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়। -পার্স ট্যুডে।