মঙ্গলবার (৩০ মার্চ) ন্যাশনাল কনফারেন্সের এই নেতার করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন তার ছেলে ওমর আবদুল্লাহ।
ফারুক আবদুল্লাহর দেহে করোনার উপস্থিতি ধরা পড়ার পর তার পরিবারের সদস্যরা সেলফ আইসোলেশনে রয়েছেন।
যারা গত কয়েকদিনে ফারুক আবদুল্লাহ এবং তার পরিবারের সদস্যদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সতর্ক থাকার অনুরোধ করেছেন ওমর আবদুল্লাহ।
এক টুইট বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, ‘আমার বাবার করোনা ধরা পড়েছে। কিছু উপসর্গও দেখা দিয়েছে। আমি পরিবারের অন্যদের সঙ্গে সেলফ আইসোলেশনে আছি। গত কয়েকদিনে যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি।’
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। করোনা ধরা পড়ার দুই দিন আগে বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাত করেন তিনি।
এর কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে ও রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে। তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা গিয়েছিল।