হ্যামিল্টনের ভুলগুলো শুধরে নেপিয়ারে টাইগারদের গর্জন শোনার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাটিং করে ১৭ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউ জিল্যান্ড। এরপর আর ব্যাটিং না করতে পারায় বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৭০।
স্কোর: নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ১৭৩ /৫, বৃষ্টি আইনে লক্ষ্য ১৬ ওভারে ১৪৮। বাংলাদেশ ৮ ওভারে ৮০/১ (মোহাম্মদ নাইম ৩১* ও সৌম্য সরকার ৪২*)
২৭ বলে ৫১ করে ফিরলেন সৌম্য
মোহাম্মদ নাঈমের সঙ্গে ৫২ বলে ৮১ রানের জুটি গড়ে বিদায় নেন সৌম্য সরকার। ২৭ বলে ৫১ রান করেন তিনি। ৫ চার ও ৩ ছয় ছিল তার এই পঞ্চাশোর্ধ্ব ইনিংসে।