কাতারে করোনায় বিধিনিষেধ থাকায় দীর্ঘদিন ছুটি কাটাতে দেশে যাননি বহু প্রবাসী বাংলাদেশি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক না হলেও ছুটিতে যাওয়ার জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে কর্তৃপক্ষ। তাই টিকেটের জন্য ভিড় বেড়েছে ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।
প্রবাসীরা বলেন, কাতারে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আমরা প্রবাসীরা দেশে ফিরতে পারেনি। এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় আমরা দেশে যাওয়ার জন্য টিকেট ক্রয় করেছি।
কাতারে করোনার কারণে সারাবিশ্বের সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক না থাকায় দীর্ঘদিন বন্ধ ছিল ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিনের ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের।
কাতার-ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মুকবুল হোসেন গণমাধ্যমে বলেন, এখানে (কাতার) করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ দেশে ফিরতে চান। সে জন্য ট্রাভেল অফিসগুলোতে চাপ বেড়েছে।
কাতারে এরইমধ্যে ৮ লাখের মতো মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে, তারপরও করোনা পরিস্থিতি অস্বাভাবিকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে কিছুটা দুশ্চিন্তায় আছেন প্রবাসী বাংলাদেশিরা।