বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে ‍সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা

বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে ‍সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (৩০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের আগস্টে দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে কালো কোট বা গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ