বুধবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিডি ফাইন্যান্স কার্যালয় পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনীতির ৫০ বছরের তাত্পর্যময় অর্থনৈতিক অগ্রগতি, এসএমই, অবকাঠামো উন্নয়নসহ আর্থিক সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিডি ফাইন্যান্সের যাত্রা, ভিশন, সাম্প্রতিক পরিবর্তন ও অর্জন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ডিএফআইয়ের সঙ্গে বিডি ফাইন্যান্সের কৌশলগত অংশীদারিত্ব বিষয়ক পরিকল্পনা নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কায়সার হামিদ একটি বিস্তৃত ও তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন।
পরিদর্শকরা দেশের আর্থিক সেক্টরে তাত্পর্যপূর্ণ অবদানের জন্য বিডি ফাইন্যান্সের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন। জন ডি ডানহাম ও বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন উভয়ই আশাবাদ ব্যক্ত করেন, এ সাক্ষাৎ উভয় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।