বুধবার (৩১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পরবর্তীতে যথাসময়ে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
করোনা সংক্রমণ রোধে গত সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।
যেসব পদে নিয়োগের জন্য পরীক্ষা
১। জুনিয়র সহকারী পরিচালক : ১১টি
২। বেতার প্রকৌশলী : ১টি
৩। আউট বোর্ড প্রকৌশলী : ১টি
৪। রেডিও টেকনিশিয়ান : ৩টি
৫। স্টোর কিপার : ১টি
৬। স্টেনো টাইপিস্ট : ১টি
৭। কম্পিউটার অপারেটর : ১টি
৮। টাইপিস্ট : ১টি
৯। সহকারী কাম রেডিও অপারেটর : ১৯টি
১০। রেডিও ওয়ার্কশপ সহকারী : ৩টি
১১। হিসাব সহকারী কাম টাইপিস্ট : ১টি
১২। মাস্ট ক্লাইমার : ২টি
১৩। জিপ ড্রাইভার : ৪টি
১৪। স্পিড বোট ড্রাইভার : ১১টি
১৫। অফিস পিয়ন : ১০টি
১৬। এমসিজি : ২০টি
১৭। নৈশ প্রহরী : ১৭টি
১৮। সুইপার : ১টি
এদিকে ১, ২ এবং ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নবম ও দশম গ্রেডের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে ওই তিন দিনের পরীক্ষা স্থগিত করেছে তারা। পরবর্তীতে কবে এ পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।