সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আইএফআইসির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাক ৯০ পয়সায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ১৪ দশমিক ১৮ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৩ দশমিক ৫৮ শতাংশ, আমান কটনের ১৩ দশমিক ১০ শতাংশ, শ্যামপুর সুগারের ১২ দশমিক ৯০ শতাংশ, এপোলো ইস্পাতের ৮ দশমিক ২০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭ দশমিক ৪৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬ দশমিক ৭৬ শতাংশ, পদ্মাা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৯ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে।