ব্যাংক কর্মীদের পালাক্রমে কাজের সূচি চালু

ব্যাংক কর্মীদের পালাক্রমে কাজের সূচি চালু
করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আবারও কর্মীদের পালাক্রমে কাজের সূচি চালু হয়েছে ব্যাংকে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে চালু হয়েছে বাসায় থেকে অফিস বা হোম অফিস। আবার কোনো কোনো ব্যাংক কিছু কর্মীকে পালা করে ছুটিতেও রাখছে।

করোনার সংক্রমণ রোধে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। সেখানে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অন্য সব প্রতিষ্ঠান ও কার্যালয়কে ৫০ শতাংশ কর্মী দিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্মীদের জন্য হোম অফিস ও পালাক্রমে কাজের সূচি চালু করেছে।

বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, জনবলের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৫০ শতাংশ কর্মী দিয়ে অফিস পরিচালনার বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি। এরপরও বেশির ভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পালাক্রমে কাজ ও হোম অফিস ব্যবস্থা চালু করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা