লিচুচাষি মো. মোখলেছুর রহমান বলেন, আমাদের লিচু চাষের পাশাপাশি মধুচাষিরাও মৌমাছির মাধ্যমে লিচু ফুল থেকে মধু সংগ্রহ করছেন।
মৌ খামারি ছফির উদ্দিন লিমন বলেন, চার বছর ধরে মধু সংগ্রহ করছি। ৫০০ টাকা দরে এক কেজি মধু বিক্রি করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন বলেন, এ গ্রামে প্রায় ৪ হাজার লিচুগাছ রয়েছে। মৌমাছির চাষ লিচুবাগানের জন্য খুবই উপকারী। এতে লিচু ফুলের পোকামাকড় অনেকাংশে কমে যাবে, লিচুর ফলনও বৃদ্ধি পাবে।