সাই পল্লবীর পরিবর্তে নিথিয়া

সাই পল্লবীর পরিবর্তে নিথিয়া
‘পাওয়ার স্টার’ পবন কল্যাণ ও ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপ্পানাম কুশিয়াম’ সিনেমার তেলেগু রিমেকে অভিনয় করছেন তারা।

শুরুতে শোনা যায়— এই সিনেমায় পবন কল্যাণের নায়িকা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। তবে প্রথমে রাজি থাকলেও পরে এটি থেকে সরে দাঁড়িয়েছেন এই নায়িকা। এখন তার পরিবর্তে নিথিয়া মেননকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

সিনেমাটিতে রানা দাগ্গুবতির বিপরীতে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাজেশ।

বর্তমানে নাম ঠিক না সিনেমাটির কাজ পুরোদমে চলছে। এটি পরিচালনা করছেন সাগর কে. চন্দ্র। প্রযোজনায় আছেন— সুরিয়া দেবারা নাগা বামসি। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন থামান। জানা গেছে, সিনেমাটির নতুন শিডিউলে শুটিংয়ে অংশ নেবেন নিথিয়া।

এই সিনেমা ছাড়াও ‘গামানাম’ সিনেমায় দেখা যাবে নিথিয়াকে। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে সুজানা রাওয়ের অভিষেক হচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে আরো আছেন শ্রিয়া সরণ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার