চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন স্থগিত
২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। সোমবার (০৫ এপ্রিল) থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে আবেদন প্রক্রিয়া পেছানো হয়েছে।

রোববার (০৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান। এছাড়াও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিনস কমিটির ১১তম সভার (জরুরি) সিদ্ধান্ত মোতাবেক ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত করা হল। দ্রুততম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।

ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘করোনার কারণে সরকারিভাবে লকডাউন ঘোষণা হওয়ায় আমরা ভর্তির আবেদনের তারিখ পিছিয়েছি। শিগগিরই চালু করবো। তবে কবে নাগাদ শুরু হবে তা জানাতে পারেন নি তিনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিল সকাল ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চবির ভর্তি পরীক্ষার আবেদন চলার বিষয়টি জানানো হয়েছিল।

প্রসঙ্গত, আগামি ২২ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত আটদিন চলবে চবির ভর্তি পরীক্ষা। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাসেই নেওয়া হবে পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন।

সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি' ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি' ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ' ইউনিট ও ৩০ জুন ‘সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১' ও ‘ডি-১' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের ভর্তি কার্যক্রম হয়েছে। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি