বুধবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি মারা যান।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, মোর্শেদ আলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত ২৬ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা গেছেন।
ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলীর দাফন পাবনার ঈশ্বরদীতে হবে উল্লেখ করে প্রিন্স বলেন, বেলা সাড়ে ১১টায় পল্টনের সিপিবির কার্যালয়ে তার মরদেহ নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে পাবনার ঈশ্বরদীতে মোর্শেদ আলীর দাফন হবে।