হাওরে বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

হাওরে বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
গরম বাতাসে সুনামগঞ্জের শাল্লায় হাওর এলাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। খরা ও পোকার আক্রমণের প্রভাবও রয়েছে। কয়েক দিন আগে শিলাবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এমন ক্ষতির শিকার হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে উৎপাদন ব্যয়ই উঠে আসবে না বলে আশঙ্কা করছেন তারা।

গত রোববার বিকাল থেকে দিনে ৩-৪ ঘণ্টা স্থায়ী উষ্ণ বাতাসে হাওরের ধানের ছড়া নষ্ট হয়ে যায়। এতে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়ে। অন্যদিকে হাওর এলাকায় বেড়েছে শীষ কাটা লেদা পোকার উপদ্রব। এ পোকার আক্রমণে বোরো ধানের শীষ শুকাতে শুরু করে। এরই মধ্যে পোকার আক্রমণে হাওরে ক্ষেতের পর ক্ষেত ধানের শীষ শুকিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলেছে, শাল্লার হাওরে তেমন কোনো ক্ষতি হয়নি।

হাওরের কৃষকরা জানান, কিছুদিন আগে বোরো ধান শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে দেখা দিয়েছে নানা সমস্যা। কয়েক দিন ধরে শুরু হওয়া দমকা গরম বাতাসে শাল্লা উপজেলার ছায়ার হাওরে বেশির ভাগ জামির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হাওরের একটি অংশ ঘাতুয়া হাওর। এখানে পোকার উপদ্রবে ধান সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

এছাড়া বাহাড়া ইউনিয়নের খলার হাওর, ভেড়াডহর ছাগলনাইয়া, হবিবপুর ইউনিয়নের ভাণ্ডারবিল ও উদ্গল হাওরে ধানের ক্ষতি হয়েছে। পুরো হাওরে শীষ কাটা লেদা পোকায় ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, শাল্লা উপজেলায় ২১ হাজার ৯৩৫ হেক্টর জমিতে এবার বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে বেশি হাইব্রিড জাতের ধান। কয়েক দিন আগে হাওরে হঠাৎ দমকা উষ্ণ বাতাস বয়ে যায়। এতে হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শীষ কাটা লেদা পোকার আক্রমণে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে, যাতে পোকার আক্রমণ দমন করা যায়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা