সূত্র মতে, কোম্পানিটি গতকাল ৬ এপ্রিল থেকে রোটর ইউনিটের বন্ধ ৫০ শতাংশ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি রিং ইউনিটের ৩৬ হাজার স্পিনডেলস সম্প্রসারণের জন্য রোটর ইউনিটে উৎপাদন শুরু করেছে।
দিনে রোটর ইউনিটের মোট ধারণ ক্ষমতা রয়েছে ১৬ হাজার কেজি।
আর্কাইভ থেকে