বুধবার (৭ এপ্রিল) মুখ্যমন্ত্রী নিজে তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা উল্লেখ করেছেন।
সেসঙ্গে তিনি জানিয়েছেন বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়ার আগে পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন।
পাশাপাশি তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন করোনা সংক্রমণ রোধে বিশেষজ্ঞের দেওয়া শর্তাবলি মেনে চলেন এবং নিজেদের সুস্থ রাখেন।
এ প্রসঙ্গে উল্লেখ যে গতবছর মুখ্যমন্ত্রীর পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়ে ছিলেন। কিন্তু সে যাত্রায় সর্তকতা অবলম্বন করার জন্য তিনি আক্রান্ত হননি।