লেনদেনের প্রথম ২০ মিনিটেই ডিএসই’র প্রধান সূচক ৪ হাজারের নিচে নেমে গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের তীব্র পতনে লেনদেন চলছে। আজ লেনদেনের ২০ মিনিটের মধ্যে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮১ পয়েন্ট বা ৪.৪০ শতাংশ কমেছে।
এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯০ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩২১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২১১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।