শনিবার (১০ এপ্রিল) থেকে ট্রাকে খেজুর বিক্রি শুরু হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১ এপ্রিল দেশজুড়ে ৫০০ ট্রাকে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী শনিবার থেকে খেজুরও কিনতে পারবেন ক্রেতারা।’
এদিকে, টিসিবির ট্রাকে ১ এপ্রিল থেকে প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১০০ এবং পাঁচ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে বিক্রি করেছে। আগামী ৬ মে পর্যন্ত মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজের সঙ্গে ছোলা ও খেজুর কিনতে পারবেন ক্রেতারা।
জানা গেছে, ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি ছোলা ও কেজি ৮০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।