করোনা আতঙ্কে ফিলিপাইনে কারফিউ জারি

করোনা আতঙ্কে ফিলিপাইনে কারফিউ জারি
করোনা ভাইরাস মোকাবিলায় এক মাসের লকডাউনের পাশাপাশি রাজধানী ম্যানিলায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আগে থেকেই সেখানে স্কুল, সরকারি অফিসসহ সব কিছু বন্ধ রয়েছে। শনিবার মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির জেনারেল ম্যানেজার হোসে আর্থার গার্সিয়া জুনিয়র সংবাদ মাধ্যমকে বলেছেন, রোববার থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।
এর কয়েক ঘন্টা পরে দুতের্তের মুখপাত্র সালভাদর পানেলো বলেন, ওই কারফিউ তখন পর্যন্ত অনুমোদন করেননি প্রেসিডেন্ট দুতের্তে। তবে চাইলে অর্ডিন্যান্স পাস করে স্থানীয় কর্তৃপক্ষ তার আঞ্চলিক সীমানার মধ্যে কারফিউ জারি করতে পারে। তবে মেট্রো ম্যানিলায় কারফিউ দেয়ার ক্ষেত্রে মেয়রকে অনুমোদন নিতে হয় প্রেসিডেন্টের। এ খবর দিয়েছে অনলাইন ব্লুমবার্গ, র্যাপলার। ওদিকে বার্তা সংস্থা ইউএনবি বলছে, শনিবার ফিলিপাইনের কর্মকর্তারা রাজধানীতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন।
এর অর্থ হলো লোকজন শুধু জরুরি কাজ সারতে দিনের বেলায় ঘরের বাইরে যেতে পারবে। এর আগে এ সপ্তাহে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন উপায় অবলম্বন করেন প্রেসিডেন্ট দুতের্তে। এর মধ্যে রয়েছে স্থল, আকাশ ও সমুদ্র বন্দর দিয়ে রাজধানী ম্যানিলার সঙ্গে অভ্যন্তরীণ সব যোগাযোগ বন্ধ থাকবে। নিষিদ্ধ করা হয় কনসার্ট ও সিনেমা প্রদর্শন। সব স্কুলের ক্লাস এক মাস পর্যন্ত বন্ধ করা হয়। ফিলিপাইনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, শনিবারে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৮।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না