এমপি ডিউক চৌধুরী করোনা আক্রান্ত

এমপি ডিউক চৌধুরী করোনা আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।

৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন ডিউক চৌধুরী। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন ডিউক চৌধুরী।

এদিকে শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর ডিউক চৌধুরীর সুস্থতা কামনায় বদরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে তার পরিবার ও উপজেলা আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় তার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে রংপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদের মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস