8194460 গ্রিসে সাংবাদিককে গুলি করে হত্যা - OrthosSongbad Archive

গ্রিসে সাংবাদিককে গুলি করে হত্যা

গ্রিসে সাংবাদিককে গুলি করে হত্যা
গ্রিসে ইয়র্গস কারাইভাস নামে একজন প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) নিজের বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে তাকে হত্যা করে। খবর বিবিসির।

এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পরপরই তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তিনি বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের হয়ে কাজ করতেন।

কারাইভাসের হত্যার ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।

দেশটির সরকারের একজন মুখপাত্র বলছেন- তার মৃত্যু ‘আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছে’।

সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা কারাইভাসকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা তা অবশ্যই খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছে গণামাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলো।

ঘটনাস্থল থেকে এক ডজনেরও বেশি গুলির খোসা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান- “এটা পেশাদার খুনিদের কাজ,”

“এটা পেশাদার খুনিদের কাজ,” পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন একজন পুলিশ কর্মকর্তা।

কারাভাইস পুলিশি সুরক্ষার জন্য আবেদন জানাননি আর মৃত্যুর হুমকি পাওয়ার কোনো অভিযোগও করেননি বলে জানিয়েছে আন্তর্জাতিক আরেকটি বার্তা সংস্থা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না