জার্মানির গণমাধ্যম জানিয়েছে, সীমান্তগুলো সেমবার সকাল থেকেই বন্ধ করা হবে। তবে দেশগুলোর মধ্যে পণ্য পরিবহণ এবং নিত্যযাত্রী চলাচল অব্যাহত থাকবে।
জার্মানিতে ৪ হাজার ৫৮৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)
দেশগুলো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমান্ত বন্ধ করাসহ নানা পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রিয়া সোমবার থেকে ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করছে।