বুধবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর এ বিষয়ে একটি আবেদন জমা দেয় বিএমবিএ।
আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ব্যাংকের মত লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ক্যাপিটাল মার্কেটের কার্যক্রম চালু থাকবে। এই কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে ডিএসই, সিএসই, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক সহ শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে।
এতে আরও বলা হয়েছে, ক্যাপিটাল মার্কেটের সকল অফিস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংস্থাকে চলাচল করা ও অফিসে উপস্থিত হওয়া লাগবে। তাই সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে অফিস আইডিকে মুভমেন্ট পাশ হিসেবে ব্যবহারের করার অনুমতি দেয়ার অনুরোধ করা হলো।