আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আটকে পড়া কর্মীদের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
তবে প্রবাসী কর্মীদের ফিরিয়ে আনতে কিভাবে ফ্লাইট পরিচালনা হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। ওয়ার্ক প্ল্যান করে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী কর্মীরা শুধু জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র নিয়ে দেশে ফিরতে পারবেন। এজন্য তাদের কোভিড নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়াও দেশে ফিরে কোয়ারেন্টিনের শর্ত মেনে চলতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।